নিজস্ব প্রতিনিধিঃ রবিবার (২৮ জানুয়ারি) পিকেএসএফ এর অর্থায়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক আয় বৃদ্ধিমূলক এক দিনের প্রশিক্ষণ সাস সখিপুর কার্যালয়ে আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন, মেরিন ফিসারিজ অফিসার, দেবহাটা ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ বিল্লাহ হোসেন উপ শাখা ব্যবস্থাপক সাস সখিপুর শাখা,এসময় আরো উপস্থিত ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোজ হালদার, ডা. শামিমা খাতুন, মোঃ জহিরুল ইসলাম (সমাজ উন্নয়ন কর্মকর্তা) মোঃ এনামুল হক (এমআইএস কর্মকর্তা) সহ সখিপুর ইউনিয়নের ২৫ জন মাছ চাষী প্রশিক্ষনার্থী।
এসময় প্রশিক্ষকরা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে মাছ চাষের উদ্দেশ্য, মাছ চায়ের উপযোগী পুকুর/ঘের প্রস্তুত, মাছের রেণু ব্যবস্থাপনা, মাছের খাবার, চিকিৎসা এবং মাছ বাজারজাত বিষয়ে সুনিদিষ্ট পরামর্শ দেন ও প্রশিক্ষনার্থীদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।
উক্ত প্রশিক্ষনটি সার্বিক তত্বাবধায়নে ছিলেন জনাব মোঃ ওয়ালিদ হোসেন, কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি, সাস,সখিপুর, দেবহাটা, সাতক্ষীরা। তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona