ইফতিয়াজ সুমন, বিশেষ প্রতিনিধিঃ আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখা নেতাকর্মীরা রহমত আলী কৃষকের ধান কাটার কর্মসূচি শুরু করেন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের রহমত আলী নামের এক ক্ষুদ্র কৃষকের ১৫ শতক জমির ধান কেটে খলায় তুলে দেন।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক এর ঘোষিত প্রান্তিক কৃষকের ধানকাটার কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি লিখন আহমদের নেতৃত্বে লালপুর গ্রামের রহমত আলী নামের এক ক্ষুদ্র কৃষকের ১৫ শতক জমির ধান কেটে খলায় তুলে দেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, বৈশাখের ধান কাটা উৎসবে কৃষকদের সাথে সামিল হতে এবং ধান কাটায় উৎসাহ দিতে কেন্দ্রীয় নির্দেশনা মানতে এই উদ্যোগ। বাংলাদেশ ছাত্রলীগ দেশে সকল সংকটকালীন সময়ে ছাত্রলীগ কৃষক শ্রমজীবী মানুষেন পাশে রয়েছে এবং আগামীতেও এর দ্বারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় বক্তব্য করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ,শাকিল আহমেদ,আবু বক্কর সিদ্দিকী শাকিল,আব্দুস সামাদ টিপু,সাংগঠনিক সম্পাদক অনিক দাস,উপ দপ্তর সম্পাদক সাদেক আহমদ,জেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ,উবায়েদ হোসেন,সোহাগ আহমদ প্রমুখ।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমদে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা অনুযায়ি জেলা ছাত্রলীগ প্রত্যাক উপজেলায় কৃষকদের আন্দন্দে সামিল হতে ধান কাটার এই ক্ষুদ্র প্রয়াস। ছাত্রলীগ জেলা ক্রান্তিলগ্নে জেলাবাসীর পাশে রয়েছে। করোনাকাল, ভয়াবহ বন্যাসহ সকল সংকটে ছাত্রলীগ মানুষের পাশে ছিল। সকল সময় মুজিব আদর্শের সৈনিকরা প্রস্তুত রযেছে বলে জানান তিনি।
ছাত্রলীগের পাশাপাশি সুনামগঞ্জ বিভিন্ন হাওরে কৃষককে উৎসাহ দিতে ধান কাটায় সহযোগিতার করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona