ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহায়তায় জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি এম এ ওয়াদুদের প্রচেষ্টায় পৌরসভায় এবং বিভিন্ন উপজেলায় ও সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী বাস্তুহারালীগ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে ও বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাবের সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী হাসান এর সঞ্চালনায় চাউল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন ও সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফুয়ান আহমেদ ও বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম জেলা সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ইফতিয়াজ সুমন ও বন্ধুত্বের শিকড় মানবিক সংগঠনের জেলা সভাপতি মিজানুর রহমান নান্নু ও সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চম্পা বেগম ও সমাজ সেবক শামসুল ও গুচ্ছগ্রাম জামে মসজিদের সভাপতি রইছ সদর উপজেলার পিআইও অফিস সহকারী সাজু প্রমুখ।
এসময় এম এ ওয়াদুদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সময় সবার উচিত অসহায় গরীবদের পাশে দাড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যেন তারাও আনন্দ উল্লাসের সাথে ঈদ পালন করতে পারে। পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সকলের মনে খুশির বার্তা।
তিনি আরও বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাউল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।