সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটকের পর দেড় লাখ টাকা জরিমানা করেছে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। শনিবার (২৯ এপ্রিল) ভোরের দিকে স্মার্ট পেট্রোল টিমের লিডার সেকশন অফিসার (এসও) নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনে জলঘাটা এলাকা থেকে জেলেদের আটক করে। এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, আহরিত মাছ ও জালসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন বন কর্মীরা।
আটককৃত তিন জেলে হলেন, শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের করিম তালুকদারের ছেলে আব্দুল মান্নান তালুকদার ও তার ছেলে ইমরান হোসেন এবং মৃত আনছার মোল্যার ছেলে আমানউল্লাহ মোল্যা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ এলাকায় প্রবেশের দায়ে জেলেদের আটকের পর দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona