এসএম শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :: অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত প্রত্যয়ে নতুনের কেতন উড়িয়ে মাঙ্গলিক কামনায় সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ। মলিন মর্ম মুছায়ে সকলের চির মঙ্গল কামনায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩০-কে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বরণ উপলক্ষে সরকারি নির্দেশনায় পুরাতন জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনের জয়গানে সর্বত্র ছড়িয়ে পড়ে সুর ও ছন্দের আবেশ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় শিক্ষার্থীরা মেতে ওঠে বাঁধাভাঙা উল্লাসে। পহেলা বৈশাখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরোনো সব গ্লানিকে মুছে ফেলে সবাই গেয়ে উঠে নতুন দিনের গান। ১৪২৯-এর আনন্দণ্ডবেদনা, হাসি-কান্নার হিসাব মিটিয়ে শুরু হয় নতুন বছরের পথচলা। জাতি-ধর্ম নির্বিশেষে সার্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে জাতীয় সংগীতের পর একসঙ্গে গেয়ে ওঠে ‘এসো হে বৈশাখ এসো এসো...’। ষোলআনা বাঙালিয়ানায় বর্ণিল পোশাকে মিলিত হয় প্রাণের উৎসবে। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বৈশাখ বন্দনায় 'এসো হে বৈশাখ এসো, এসো...' 'ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর...' গানের আবেশ ছড়িয়ে, পুঁথিপাঠ, বর্ষবরণের গান, কবিতা আবৃত্তি আর আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয় পহেলা বৈশাখ।
ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে মাঙ্গলিক উৎসবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, মোঃ হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুননাহার, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন প্রমুখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণিল পোশাক পরে সুর ও ছন্দের আবেশে অনুষ্ঠানে অংশ নেন। পুরো বাঙালিয়ানায় মেতে ওঠে স্কুল ক্যাম্পাস। বর্ষবরণের অবিনাশী গানের সুরে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের আঙিনা। পুঁথিপাঠ করে শোনান সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। সংগীত পরিবেশ করেন শিক্ষক অরুন কুমার মন্ডল।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona