এসএম শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সুন্দরবনে হরিণ শিকার করে মাংস বিক্রির উদ্দেশ্যে লোকালয়ে আনার সময় আটক করেছেন, কয়রা কোস্টগার্ড সদস্যরা। সোমবার ভোর ৫টার দিকে কয়রা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (সিসি) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা পূর্ব ঘড়িলাল এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম নামে এক শিকারীকে হাতে নাতে আটক করে। সে শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামের আজিজ মোল্যার ছেলে। এসময় তার কাছ থেকে ১টি ভ্যানগাড়ীসহ ১২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। শিকারীসহ জব্দকৃত মালামাল আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
মংলা কোস্টগার্ড মিডিয়া উইং এর লেঃ কমান্ডার মোঃ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona