ইফতিয়াজ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। আমি মনে করি এটা শুধু বাঙালি জাতির জন্য নয়, এই দিনটি পুরো বিশ্বের জন্য কলঙ্কতম একটি দিন। কারণ, যে বাঙালি জাতি দীর্ঘ সময় ধরে পরাধীনতার শিকলে বন্ধী ছিল, সেই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্র, মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র হত্যা করে। শোকাতুর বাঙালি জাতির আত্মদহনের দিন। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর একটি শোকের দিন। ঘাতকরা সেদিন বঙ্গবন্ধুর দেহাবশেষ হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া ক্ষণজন্ম মুজিব বাঙালি জাতির শতবর্ষের পরাধীনতার শিকল ভাঙার আলোর দিশারি হয়ে বেঁচে আছেন, থাকবেন অনন্তকাল। বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন মানুষের রাজনৈতিক মুক্তি ও অর্থনৈতিক মুক্তির জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। জাতির পিতার দূরদর্শী, সাহসী ও জাদুকরী নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার লাল সূর্য উদয় ছিনিয়ে এনেছিল। বাঙালি পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র, নিজস্ব পতাকা ও জাতীয় সঙ্গীত। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত হন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান। যে বঙ্গবন্ধুকে পাকিস্তানি জান্তারা পরাজিত করতে পারেনি, যে বঙ্গবন্ধু বিশ্বের অনেক পরাশক্তিও তাকে স্পর্শ করার সাহস পাননি, সেই বঙ্গবন্ধুকে কিছু কুচক্রী বিপদগামী সেনা সদস্য ও আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা কিছু কুলাঙ্গাররা জিয়াউর রহমানের মদদে সেদিন তাকে হত্যা করেছিল। আজ বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নকে আজ দৃশ্যমান করছেন। রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার অনন্য কীর্তিতে বঙ্গবন্ধু আরও চিরঞ্জীব হয়ে উঠছেন।