আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার তালায় একটি ম্যাগনেটিক সীমানা পিলার এক কোটি টাকায় কিনে পাঁচ কোটি টাকায় বিক্রির চেষ্টার সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পাটকেলঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মণ্ডলের ছেলে দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
এসআই কৃষ্ণপদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সীমানা পিলারসহ আসামিদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা সীমানা পিলারটি এক কোটি টাকা দিয়ে কিনেছে। বিভিন্ন মাধ্যমে তারা সেটি পাঁচ কোটি টাকায় বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন। মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona