শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।।অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী ও প্রাণের বন্ধু সংগঠন এস.এস.সি ১৯৮৬ পাইকগাছা কর্তৃক আয়োজিত আগামী ৮ মার্চ ২০২৩ খ্রিঃ, বুধবার সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এক দিনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশের স্ব-স্ব ক্ষেত্রে খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকগণ মেডিসিন, নিউরোমেডিসিন, হার্ট, অর্থোপেডিক, এ্যাজমা, ডায়াবেটিস, দাঁত, চক্ষু, শিশু, গাইনী প্রভৃতি বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করবেন। উক্ত ক্যাম্পে ডাক্তার দেখাতে কোন প্রকার ফি বা টাকা লাগবে না। এছাড়া চিকিৎসা সেবা নিতে আশা রোগীদের সীমিত আকারে ফ্রি ঔষধ প্রদান করা হবে। "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এ মহান লক্ষ্য কে সামনে রেখে ৮৬ ব্যাচ এর প্রচেষ্টায় এলাকার গরীব, সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রোগীরা চিকিৎসা নিয়ে সুস্থ্য ও উপকৃত হলে ৮৬ ব্যাচ প্রয়াস সার্থক বলে মনে করেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona