রিয়াদ হোসেন: মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে এগিয়ে আসায় প্রধান কাজ খেশরা ব্লাড ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। করোনাকালীন ২০২০ সাল থেকে রক্তদানের পাশাপাশি নানা সেবামূলক কাজ করে আসছে তারা। তবে সংগঠনটি ব্লাড ফাউন্ডেশন নামে আত্মপ্রকাশ ঘটলেও সমাজে বহুমুখী কাজ করায় স্বল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কখনও অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা করে আবার কখনও শীতার্তদের শীত নিবারণের বস্ত্র দিয়ে তারা পাশে দাঁড়িয়েছে স্থানীয় দরিদ্র মানুষের। তারা এসব কাজ করে থাকে সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা গুটিকয়েক মানুষের অনুদানে।
তবে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) অসহায়দের জন্য উদ্বোধন হলো খেশরা ব্লাড ফাউন্ডেশনের ‘সঞ্চয় ফান্ড’। যেখানে সদস্যদের অনুদানের পাশাপাশি সারাবছরই সাধারণ মানুষের দেওয়া অনুদান সংগ্রহ করবে সংগঠনটি। সন্ধ্যায় খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজার থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন সহ-পরিচালক শেখ সাব্বির রহমান, শাহিন ইসলাম রনি, আর এস রিফাত, আক্তারুল ইসলাম, এস এম রায়হান, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, ইয়ামিন হোসেন প্রমুখ।
সংগঠনের সহ-পরিচালক রিয়াদ হোসেন বলেন, ‘খেশরা ব্লাড ফাউন্ডেশন আত্মপ্রকাশের পর থেকে শুধু রক্ত দিয়ে নয়; সমাজের নানা উন্নয়নমূলক কাজ করে থাকি। সাম্প্রতিক সময়ে তালের চারা রোপণসহ আরো বেশ কিছু কাজ করা হয়েছে। এই সঞ্চয় ফান্ডটি উদ্বোধন করা হয়েছে যাতে, সারাবছর আমরা অল্প অল্প করে টাকা জমা রাখতে পারি। আর সেটা অসহায়দের সাহায্যের জন্য কাজে লাগাতে পারি।’
পরিচালক শেখ নাহিদ বলেন, ‘অসহায় মানুষরা বিপদে পড়ে আমাদের কাছে আসলে আমরা সহযোগিতার চেষ্টা করি। সে সময় আমরা বিভিন্ন মানুষের কাছে যায় এবং টাকা আদায় করে তাদের দিই। দ্রুত সময়ে যে টাকা ওঠে সে টাকায় অনেক সময় রোগীদের প্রয়োজন মেটে না। এ কারণে আমরা এই সঞ্চয় ফান্ডটি উদ্বোধন করেছি।’
স্থানীয় বিশিষ্টজনরা তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, ‘সমাজে সাধারণ মানুষের জন্য এমন কাজ সত্যিই প্রশংসনীয়। খেশরা ব্লাড ফাউন্ডেশন সবসময় মানুষের বিপদে এগিয়ে আসে।’ তাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে; এমনটাই প্রত্যাশা করছেন তারা।