হয়তো কেউ কখনও শুনেনি বসন্ত ভাঙার গান
মধুরো বসন্তে শুধু আমি করি শ্রাবন জলে জলোস্নান।
আমার বসন্তে ডাকেনা কোকিল
যায়না শুনা ফাগুনের খিলখিল।
তুমি নেই, তবুও আমার অনেক আপন
এত জল করতে পারিনা আর গোপন,
দু’চোখে জলের বসেছে মেলা
কেউ বা আবার সেই জলে ভাসাতে চায় ভেলা।
তোমার একতরফা ভালোবাসা আজ ক্ষমতাসীন
পৃথিবীতে নেই তবুও রাজত্ব চলে তোমারই প্রতিদিন,
একতরফা ভালোবাসার যে জ্বালা এখন আমিও জানি
বুঝতে পেরেছি সব হারিয়ে সয়েছো কতখানি?
আমি তো তোমায় না ও বলিনি
কি অভিমানে পৃথিবী ছেড়েছো আর ক’টা দিন দেখনি?
তুমি চলে যাওয়ার পর আমার প্রেম উঠেছে জেগে
এখন একতরফাই পাওয়ার আশায় আছি লেগে।
জানি দেখা হবেনা আর কোনদিন
একা বসে অনুভবে পৃথিবী মলিন,
চোখের জলে আমার বসন্ত ভেঙে আজ শ্রাবণ
বইছে জলধারা হয়ে আত্মহারা, এই তো জীবন।
একদিন আমিও যাবো তোমার কাছে
শুনবো না কিছু বলছে যা লোকে পাছে,
আমার শ্রাবনেরো শেষ হবে একদিন
ওপারে শোধ করে দিব তোমার ঋণ।