সমাজ চেতনা ডেস্কঃ আশাশুনিতে শুঁটকি মাছের ডিপোয় আগুন লেগে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশাশুনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বানারসিপুর গ্রামের অজিয়ার সানার ছেলে শুঁটকি মাছ ব্যবসায়ী আব্দুর রহিম সানার ডিপোয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডিপোয় থাকা প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছ ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম মোড়ল বলেন, দুপুর আড়াইটার দিকে সংবাদ পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার থেকে আগুন লেগে থাকতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।