ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনি-কালীমন্দিরে ১৬ প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান বৃহস্পতিবার

Sk Rayhan
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

রামপ্রসাদ কর্মকার, পাইকগাছা : দক্ষিণ খুলনার ইতিহাস প্রসিদ্ধ কপোতাক্ষ বিধৌত কপিলেশ্বরী কালী মন্দিরে ১৬ প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আয়োজন ঘিরে নিমন্ত্রণ পত্র, সাজ, প্যান্ডেল ও ডেকারেশনের কাজ শেষ হয়েছে। আয়োজন ফর্মে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ ও মহানামযঞ্জের শুভ গন্ধাধিবাস। অধিবাসস্থলে শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন, সাতক্ষীরা জেলার বুধহাটা উপজেলার শ্রী বিল্বমঙ্গল দেবনাথ। শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টায় মহানাম কীর্ত্তনের সমাপনী ও কুঞ্জভঙ্গ, দুপুর ২ টায় মহাপ্রভুর ভোগারাধনা ও বিকাল ৩ টায় প্রসাদ বিতরণ। রাত ৮ টায় ভাগবত পুরাণের কাহিনী অবলম্বনে ধর্মীয় পৌরাণিক পালা “কৃষ্ণ ভক্ত সুদামা”। পালাটি পরিচালনা করবেন, যশোর কপোতাক্ষ নাট্য সংস্থার অধ্যাপক তিমির বরণ সরকার। উক্ত মহানামযঞ্জে পৌরহিত্য করবেন, ভাটপাড়া শ্রীশ্রী জগন্নাথ আশ্রমের সেবাইত শ্রী বলাই কৃষ্ণ গোস্বামী। উক্ত যঞ্জানুষ্ঠানে মহানাম সূধা পরিবেশন করবেন, গণেশ পাগল সম্প্রদায়-মাদারীপুর, গৌরঙ্গ সম্প্রদায়-খুলনা, দেবকী নন্দন সম্প্রদায়-মানিকগঞ্জ, নবদ্বীপ সম্প্রদায়-খুলনা, ব্রজের গোপাল সম্প্রদায় ও আদি নিতাই গৌর সম্প্রদায়-সাতক্ষীরা। উক্ত আয়োজন ঘিরে ক্ষণিকের এই মিলন যঞ্জে সুর ও ছন্দে পরম প্রেমানন্দে উচ্ছ্বাসিত হয়ে সমাগত ভক্ত প্রবর বৈষ্ণব মন্ডলীর চরণধূলিতে ধন্য হোক যঞ্জভূমির শ্রী অঙ্গন। স্বার্থক ও সুন্দর হোক বহু আকাঙ্খিত তারকব্রহ্ম মহানাম যঞ্জানুষ্ঠান। কপিলেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ ঘিরে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ চলাকালীন সময়ে হরিনাম পিয়াসী ভক্তবৃন্দের জন্য অন্ন ভোগের সুব্যবস্থা রয়েছে। রয়েছে মহাপ্রভুর ভোগ মালসা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।