ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনিতে কাশিমনগর বটতলা মহানাম যঞ্জানুষ্ঠান বৃহস্পতিবার

Sk Rayhan
এপ্রিল ২৯, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি প্রতিনিধি, খুলনা :
খুলনা জেলা পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের সার্বিক পরিক্রমায় রাজকীয় আয়োজনে কাশিমনগর বটতলা মহানাম যঞ্জানুষ্ঠান বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। তবে বৃহস্পতিবার শুরু হলেও অষ্ট প্রহরব্যাপী অখন্ড মহাহরিনাম সংকীর্ত্তণ শুক্রবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। শুভ সূচনা পর্বে অধিবাস কীর্ত্তণ ও শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন, দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলার বুধহাটা গ্রামের সনাতন ধর্মের সুনামধন্য বিশিষ্ট আলোচক শ্রী বিল্বমঙ্গল দেবনাথ। এরপর রাত ১০.০১ মিনিটে মহানামযঞ্জ শুরুর অধিবাসস্থলে সেবায়ত করবেন, যশোর ভাটপাড়া শ্রী জগন্নাথ আশ্রমের শ্রী রবীন্দ্রনাথ গোস্বামী। সম্পূর্ণ ব্যাতিক্রমী আলোক শয্যায় সঞ্জিত মঞ্চে আগত কৃষ্ণ ভক্তবৃন্দের মাঝে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ পরিবেশনে করবেন, খুলনা জেলার খ্যাতিনামা নামামৃত দল শ্রীশ্রী কৃষ্ণ ভক্ত সম্প্রদায়, রিনা মিনা অষ্টসখী সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার শ্যামা পূজা সম্প্রদায়, কুমিল্লা জেলার শ্রীশ্রী সোনার গৌর সম্প্রদায়, মাদারীপুর জেলার শ্রীমান মহাপ্রভু সম্প্রদায় ও সাতক্ষীরা জেলার আদি নিতাই গৌর সম্প্রদায়। শনিবার (২৭শে এপ্রিল) প্রভাতে মহানাম কীর্ত্তনের সমাপনী কুঞ্জভঙ্গ ও নগর কীর্ত্তণ। মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগারাধনা ও প্রসাদ বিতরণ পরবর্তী রাত ৮.৩০ মিনিটে পদাবলী কীর্ত্তণ। এসময় পদাবলী কীর্ত্তণ পরিবেশন করবেন, সাতক্ষীরা জেলার সুনামধন্য সুধা কন্ঠী কীর্ত্তনীয়া কুমারী আশালতা মন্ডল। রবিবার (২৮ এপ্রিল) রাত ১০.০১ মিনিটে ধর্মীয় যাত্রাপালা “মহারাজা হরিশচন্দ্র” পরিবেশন করবেন, সাতক্ষীরা জেলার রাধাকৃষ্ণ নাট্য সংস্থা। এরই মধ্যে দিয়ে ৮ম বর্ষের ন্যায় কাশিমনগর বটতলা কপোতাক্ষ তীর সংলগ্ন যঞ্জ ভূমিতে মাহানামযঞ্জের পরিসমাপ্তি ঘটবে। এ ব্যাপারে কাশিমনগর সার্ব্বজনীন মহানামযঞ্জ পরিচালনা পরিষদের সভাপতি ও আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাধু বলেন, ৮ম বর্ষের ন্যায় ২৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৮ এপ্রিল রবিবার পর্যন্ত হরিনাম সংকীর্ত্তণের পাশাপাশি নানা আয়োজন রয়েছে। এখানে আগত ভক্ত বৃন্দের সেবাই আমাদের নামযঞ্জ পরিচালনা পরিষদের প্রায় শতাধীক যুবক নিয়োগ করা হয়েছে। আইনশৃঙ্খলা বিষয়ে পাইকগাছা থানা ও কপিলমুনি ফাঁড়ী পুলিশকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, ইউপি সদস্যসহ গ্রাম পুলিশ সার্বিক সহযোগীতা করবেন। আমরা আশা করছি সকলের আর্শীবাদে একটি সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এ মহানাম যঞ্জানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।