মনে হয় এই শ্রাবণে ভালোবাসার
রাজ্যে বাড়াতে চায় কেউ হাত,
সে আর কেউ নয়
গাছের পাতার ফাঁকে এক শ্রাবণের চাঁদ।
জলের উপর পড়ছে
চাঁদের অপরূপ ছায়া,
জলের সাথে চাঁদের চলছে মাখামাখি
মনে তার পৃথিবী সম মায়া।
নিঝুম রাতে নৌকায়
মাঝি ধরছে গান,
সুর আর ছন্দে
ভরে গেলো প্রাণ।
ঐ দূরে নেমে এলো
বৃষ্টি ভেজা রাত,
মনে হয় ভিজতে ভিজতে
পৃথিবীতে নেমে এলো শ্রাবণের ঐ ভেজা চাঁদ।
শ্রাবণের চাঁদ কেড়েছে
এই আবেদনময়ী মন,
ঘর ছেড়েছি তাই
ঠিকানা আজ নদীর পাড়ের বন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।