ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামানের ৩ দিন রিমান্ড শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ

Sk Rayhan
অক্টোবর ২৬, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সাবেক এমপি মো. রশিদুজ্জামান মোড়লের ৩দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শনিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান রশীদুজ্জামান এবং তিনি পালিয়ে বেড়ান।১৬ অক্টোবর বুধবার ভোররাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকায় র্যা ব-৬ ও ৮ এর যৌথ অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে গ্রেফতার করে।
উল্লেখ্য,গত ২৬ আগস্ট ফসিয়ার রহমানের দায়ের করা বিষ্ফোরক দ্রব্য মামলায় পাইকগাছা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন কিন্তু ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।তিন দিন রিমান্ড শেষ আজ তাকে জেল হাজতে পাঠানো হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান,ধার্য্য দিনে শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শনিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।