শাহরিয়ার কবির,খুলনা থেকেঃ খুলনার ডুমুরিয়া থেকে ১০ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবা পূর্ব মধ্যরাতে খুলনার ডুমুরিয়া উপজেলাস্থ বড়ডাঙ্গা ব্রীজ সংলগ্ন শলুয়া সড়কের নিকট থেকে ডুমুরিয়া থানা পুলিশ বস্তুগুলো উদ্ধার করে।
উপজেলার গুটুদিয়া বড়ডাঙ্গা ব্রীজের উত্তর-পাশ এলাকায় হঠাৎ ২টি গুলির শব্দ শুনতে পান এলাকাবাসি। এসময় সাধারণ মানুষের মধ্যে নানা গুঞ্জন ও আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া’র নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাবাসীর মুখে ঘটনার বর্ণনা শুনে তল্লাশী শুরু করে। তল্লাশির এক পর্যায়ে “বড়ডাঙ্গা ব্রীজ সংলগ্ন শলুয়া সড়কের পাশ থেকে ৫টি বড় ও ৩টি ছোট ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর ১০টি ককটেল সদৃশ বস্তু ও কিছু পাথর-সহ বেশকিছু কাপড়-চোপড় পাওয়া যায়। তবে, কে বা কারা কি উদ্দেশ্যে উক্ত বস্তুগুলো উল্লিখিত স্থানে রেখেছে তা জানা যায়নি।
বর্তমানে উদ্ধারকৃত ককটেল সদৃশ বস্তুগুলো নিস্ক্রিয় করার জন্য থানা হেফাজতে নিয়ে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। এছাড়া বস্তুগুলো আসলেই বোমা কিনা তা পরীক্ষা করার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।