ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার বটিয়াঘাটায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও জরিমানা

Sk Rayhan
ডিসেম্বর ৮, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিচালক, মোঃ ইকবাল হোসেনের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পরিবেশগত ছাড়পত্র/নবায়নবিহীন পরিচালিত ০২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ভাটাগুলো হলো-মেসার্স ইকো ব্রিকস, আন্ধারিয়া, বয়ারভাঙ্গা, বটিয়াঘাটা, খুলনা; জরিমানার পরিমাণঃ ১০,০০০/-মেসার্স জমাদ্দার ব্রিকস, গজালিয়া, সুরখালী, বটিয়াঘাটা, খুলনা; জরিমানার পরিমাণঃ ১,০০০০০/-
পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন সুলতানা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা  জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন।
খুলনা জেলার বটিয়াঘাটা থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।