ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাবুরা থেকে ৬০ কেজি মাংস উদ্ধার, সন্দেহ হরিণের

Sk Rayhan
ডিসেম্বর ৭, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুনঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে বনবিভাগের অভিযানে বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অনুমান ৬০কেজি মাংস উদ্ধার করা হয়েছে। বনবিভাগের ধারণা মাংসগুলো হরিণের।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের ক্লোজারের পাশ থেকে এক বস্তা ও নিকটবর্তী খাল থেকে এক বস্তা সহ দুই বস্তা মাংস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের পরিমান অনুমান ৫০ থেকে ৬০ কেজি।জানা যায়, বনবিভাগ বুড়িগোয়ালিনী ও কলাগাছিয়া ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ অভিযান পরিচালনা করে চোরা শিকারীদের ফেলে যাওয়া দুই বস্তা মাংস উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন উদ্ধারকৃত মাংস গুলি কলাগাছিয়া ষ্টেশনে জমা রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের আটকের জন্য জোর তৎপরতা চলছে এবং বন আইনে এ ব্যাপারে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।