ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কয়রায় পুলিশের মহড়া ও মাইকিং

Sk Rayhan
মে ১৩, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

কবির,কয়রা প্রতিনিধিঃ প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার প্রস্তুতি হিসেবে খুলনার কয়রা থানা পুলিশের সতর্কীকরণ মহড়া ও মাইকিং শুরু হয়েছে। শুক্রবার দুপুর থেকে থানার বিভিন্ন এলাকায় পুলিশ মহড়া দেয় ও মাইকিং চলমান আছে বলে জানিয়েছেন কয়রা থানা পুলিশ । এ সময় বিভিন্ন এলাকায় পথসভা করে জনসাধারণকে সচেতন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) ।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, খুলনা জেলা পুলিশ সুপার জনাব মাহবুব হাসান (বিপিএম) স্যারের দিক নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কীকরণ মহড়া ও মাইকিং চলছে। মাইকিং করে জনসাধরণকে সচেতন করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আরও বলেন, সর্বসাধারণের জানমাল রক্ষার জন্য পুলিশের সদস্যরা তৎপর থাকবে। এছাড়া ঘূণিঝড়ের প্রভাবে যদি গাছপালা উপড়ে পড়ে রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয় তবে দ্রুততার সঙ্গে সেগুলো সরিয়ে ফেলতে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১১৬টি আশ্রয়কেন্দ্রসহ উপকূলীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তুত রয়েছে ১ হাজার ৫ শত জন স্বেচ্ছাসেবক । সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব-স্ব কর্মস্থলে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।রাখা হয়েছে পর্যাপ্ত শুকনা খাবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।