ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের ষষ্ঠ ব্রাঞ্চ মিরপুরে উদ্বোধন

Sk Rayhan
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। মিষ্টিজাতীয় খাদ্যপণ্যের জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের ষষ্ঠ ব্রাঞ্চ রাজধানী ঢাকার মিরপুরের-৬-প্রশিকা মোড়ে
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির সবার প্রিয় ব্র্যান্ড সুইট নেশনের আজকের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় তিনটি ব্রাঞ্চ এবং নারায়ণগঞ্জে তিনটি ব্রাঞ্চসহ মোট ছয়টি ব্রাঞ্চ যাত্রা শুরু করলো।

বুধবার ২৫ সেপ্টেম্বর দুপুরে সুইট নেশনের ষষ্ঠ ব্রাঞ্চটির ফিতা কেটে উদ্বোধন করেন এম জুবায়ের সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকিন জুবায়ের। এ সময় আরো উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব সুইট নেশনের প্রধান উদ্যেক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত সহ অনেকেই।

স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে মিষ্টির স্বাদকে অক্ষুন্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পদক্ষেপ হিসেবে এই শোরুমের যাত্রা করেছে উল্লেখ করে ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ জানান, সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এছাড়া বার্থডে কেক,পার্টি কেক সহ রয়েছে স্ন্যাকস টিফিনের ও বিভিন্ন আইটেম। তিনি আরো বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুইট নেশনের পণ্যের মান বজায় রেখে নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে আরো আউটলেট করার পরিকল্পনা রয়েছে বলেই তিনি জানান।

সুইট নেশনের যাত্রা শুরু হয় প্রথমে ডেইরি ফার্মের মাধ্যমে। সুইট নেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্রীন বেল ডেইরি রেঞ্চ। প্রথমেই ২০১৮ সালে ডেইরি ফার্ম দিয়ে এর যাত্রা শুরু করা হয়। ২০২০ সালে কলেজ রোডে সুইট নেশনের প্রথম আউটলেট করা হয়। জনপ্রিয়তা ও ক্রেতাদের চাহিদার বাড়ার সাথে সাথে, দ্বিতীয় টি নারায়ণগঞ্জ এর বঙ্গবন্ধুর সড়কের বেনু টাওয়ারের প্রথম ফ্লোরে অবস্থিত। তৃতীয়টি রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউতে অবস্থিত। চতুর্থ আউটলেট করা হয় রাজধানীর প্রাণকেন্দ্র শনির আখড়ায় এবং পাঁচতম আউটলেট করা হয় নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ রোডের মিশন পাড়া এলাকায়।

সুইট নেশনের সব কয়টি শোরুমের ঠিকানা-১ প্রথমটি নারায়ণগঞ্জের কলেজ রোডের রূপায়ণ টাওয়ারের বিপরীতে।
২- নগরীর বঙ্গবন্ধু রোডের গলাচিপার বেনু টাওয়ার নিচ তলায়।
৩- রাজধানী ঢাকার মোহাম্মদপুর আসাদ এভিনিতে।
৪- ৪৪৬, ধনিয়া রোড শনির আখড়া ঢাকায় অবস্থিত।
৫- (৩৭) নবাব সলিমুল্লাহ রোড মিশন পাড়া এলাকায়।
৬- মিরপুর-৬ এর প্রশিকা মোড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।