ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নার্স হয়ে ডাক্তার সেজে রোগী দেখছেন বদি

Sk Rayhan
আগস্ট ১৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইয়াছির আরাফাত, জামালপুর জেলা প্রতিনিধিঃ
বিএমডিসির অনুমোদন ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে দির্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করে আসছেন। জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ীতে ডিসি রোডের পাশেই জামাল ফার্মেসী সংলগ্ন নিজস্ব চেম্বারে চরআমখাওয়া ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের এর ছেলে ডাঃ বদিউজ্জামান নামক এক ভুয়া ডাক্তার দীর্ঘ বছর ধরে রোগী দেখছেন।

দীর্ঘ সময়ের অনুসন্ধানে জানা গেছে তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নার্স হিসেবে কাজ করছেন, একাধিক বৎসর থেকে ঐ ভুয়া ডাক্তার জামাল ফার্মেসিত সংলগ্ন নিজস্ব চেম্বার রোগী দেখছেন নিয়মিত। ওই নার্স এর বর্তমান এ ডাক্তারি কোনো ডিগ্রী নাই ফলে ভুয়া ডাক্তার বদি প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী দেখছেন। সামান্য অসুস্থ হয়ে তার কাছে গেলে রক্ত পরীক্ষার কথা বলে ৩০০-৩৫০ টাকা করে হাতিয়ে নিচ্ছে নিজেই। যার কোন বৈধতা নাই।

বদির সাথে কথা বলে জানা যায় সে রোগীর চাহিদা অনুযায়ী হায়ার এন্টিবায়োটিক লিখেন ও সিবিআর রোগীদেরকে সেলাই সহ ছোট্ট ছোট্ট সিজার করে আসছেন দীর্ঘদিন যাবৎ। এ ব্যাপারে জানতে চাইলে এ প্রতিবেদককে বলেন তিনি তার মিথ্যা বিজ্ঞাপনের সাইনবোর্ড খুলে ফেলবেন, প্রেসকিবশন ও রোগী দেখা বন্ধ করবেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন, তার পরে ক্যামেরা সামনে সাক্ষাৎকার চাইলে নার্স বদি মিয়া অবশেষে চেম্বার বন্ধ করে চলে যান।

নারী রোগীরা কার কাছে এসেছেন জানতে চাইলে তারা জানান, আমরা বদি ডাক্তারের কাছে এসেছি। কৌতূহলবশ এই প্রতিবেদক ওই চেম্বারের নিচ তলায় গিয়ে দেখেন, একটি কক্ষে রোগী দেখছেন বদি ডাক্তার। প্রায় আধাঘণ্টা পর সনদহীন ওই চিকিৎসকের সঙ্গে দেখা প্রতিবেদকের। এ সময় তিনি কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেননি ডাক্তার খ্যাত বদি। ‘ডাক্তার’ হিসেবে তার নেই এমবিবিএস পাশের সনদ। পরে তিনি দেখান বিভিন্ন যায়গা থেকে ৩ মাস ৬ মাসের ও ১ বছর মেয়াদি একটি সনদপত্র।

এবিষয়ে কুড়িগ্রাম জেলার চর রাজিব পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস,ও ডাক্তার সারোয়ার জাহান জানান যে, বদিউজ্জামান নার্সের চাকরি করেন, ওনার কোন ভাবেই রোগী দেখার ক্ষমতা নেই, তিনি আরো বলেন যে বদি মিয়া নার্স হয়ে ডাক্তার সেজে রোগী দেখেন , এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আমরা কিছু জানি না, তবে জামালপুর জেলার আইনশৃঙ্খলা প্রতি দৃষ্টি আকর্ষণ করছি,নার্স বদিউজ্জামানের কঠিন বিচার ব্যবস্থা গ্ৰহণ করা হোক।

তারপর দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি, এস,ও ডাক্তার ইহসান উল্লাহ হাবিব জানান যে, সানন্দবাড়ীতে নার্স হয়ে ডাক্তার সেজে রোগী দেখেন বদিউজ্জামান আমি এবিষয়ে কিছু জানি না, সেই একজন নার্স হয়ে রোগী দেখতে পারবেনা,এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে জামালপুর জেলা সিভিল সার্জন জানান খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।