মাসুদ সিকদার, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঠালিয়া) আসনে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতিক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২,১২,০১২ এর মধ্যে পুরুষ ভোটার ১,০৭,৮৬১ এবং মহিলা ভোটার ১,০৪,১৪৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০৩ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতায় কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৪৯.০৯ পারসেন্ট। রোববার সকাল ০৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হলো ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়ার ৯০টি কেন্দ্রের ভোট গ্রহণ। নৌকার মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম সকাল ১০ টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে তিনি ভোট দেন এবং বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ ছাড়া জাকের পার্টির মনোনীত প্রার্থী আবুবকর সিদ্দিকিকেও দেখা গেছে ভোট কেন্দ্রে। অধিকাংশ ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট মিললেও মেলেনি অন্যান্য প্রার্থীর এজেন্ট।