মাসুদ সিকদার: পরিবার কল্যাণ, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি সেবা নিয়ে অংশীজন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মঙ্গলবার সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক মো. নিয়াজুর রহমান প্রধান অতিথি ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শুক লাল বৈদ্য, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, তাসলিমা বেগম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সৌরেন্দ্রনাথ সাহা, ডা. গোবিন্দ লাল কুন্ডু, সদর উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান। পরিদর্শক মামুন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক অলোক সাহা, মোর্শেদ মেডিকেলের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, সেবা গ্রহিতাদের মধ্যে ফেরদৌসী খানম, ঝুমুর আক্তার প্রমুখ। অতিথিবৃন্দ বক্তৃতাকালে প্রতিষ্ঠানে ডেলিভারী ও যাবতীয় সেবাগ্রহণের পরামর্শ দেন।