ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তালায় কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা

Sk Rayhan
মে ২৮, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জি,এম শফিউর রহমান,তালা প্রতিনিধিঃ তালা থানায় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার এবার স্লোগান ছিল ‘কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র’।

রোববার (২৮ মে) বিকালে তালা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাক্ষ এনামুল ইসলামের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (তালা-পাটকেলঘাটা) সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: সাজ্জাদ হোসেন। স¦াগত বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম।

তালা থানার উপপরিদর্শক (এসআই) ইমন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাজিব হোসেন রাজু, দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, কমিউনিটি পুলিশিং এর যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুনায়েদ আকবর, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম মুক্তি, প্রচার সম্পাদক এ্যাড. রাজীব রায় চৌধুরী সজ্ঞয়, সদস্য অমল কান্তি ঘোষ, শেখ সাদী প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন, তালা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান,দোলোয়ার হোসেন, মো: রাজীব সরদার,মো: আব্দুর রহিম,এএসআই এসএম মোজ্জাম্মেল,আসাদুজ্জামান, মো: আলী হাসান,মো: আব্দুস সালাম,মো: আব্দুল হালিম।

সভায় বক্তারা বলেন, তালা উপজেলায় মাদক, সন্ত্রাসী,জুয়াড়ী, চোরাকারবারীদের কোন ঠাই হবে না। এদের পক্ষে কোন নেতার সুপারিশ গ্রহন করা হবে না। তালা উপজেলায় কমিউনিটি পুলিশিং হবে অপরাধীদের আতঙ্ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।