সাইদুর রহমান আকাশ, নিজস্ব প্রতিনিধি :: তালা উপজেলার ৮নং মাগুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারুইপাড়া গ্রামের সরকারি রাস্তা জবর দখল করে পানের বরজ করার অভিযোগ উঠেছে।
সুবাস দে গায়ের জোরে সরকারি রাস্তার উপর পানের বরজ করেছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
যাতায়াতের রাস্তা বন্ধ করে দখল পূর্বক পানের বরজ করার কারনে তালা উপজেলা নির্বাহী অফিসারের নিকট রাস্তা পুনরুদ্ধার সহ সুবিচার পাইবার জন্য আবেদন করেছেন বারুইপাড়া গ্রামের কমল কুমার আইচ। সুবাষ দে বারুইপাড়া গ্রামের মৃত নিতাই পদ দের পুত্র।
অভিযোগ সুত্রে যানাযায়, সুভাষ দের বাড়ী হইতে সুনু আইচ-এর বাড়ী পর্যন্ত সরকারী রাস্তার অবস্থান। আমরা গ্রামের বাসিন্দারা নদীর ঘাটে যাতায়াতসহ ফসলী জমিতে যাতায়াত করিয়া থাকি । সুবাষ দে হঠাৎ ইং ১৬/০৭/২০২৩ তারিখ থেকে লোকজন নিয়া উক্ত রাস্তার ধারে তার জমিতে পানের বরজ করা শুরু করে বিবাদী তার জমি ছাড়া উল্লেখিত রাস্তা সম্পূর্ন দখল করিয়া বরজ নির্মান করিতে শুরু করিলে আমি তাকে রাস্তার জায়গা বাদ রাখিতে বলায় বিবাদী আমার উপর চড়াও হয় এবং আমাকে উদ্দেশ্য করিয়া অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমি বিবাদীর সাথে অযথা গোলযোগে না যাইয়া গ্রামের গন্যমান্য ব্যক্তিদের জানাইয়া কোন প্রতিকার না পাইয়া অবশেষে বিবাদীর জবর দখল থেকে সরকারী রাস্তা পুনরুদ্ধারের জন্য আবেদন করিতেছি।
কমল কুমার আইচ জানান, এটি গ্রামের যাতায়াতের রাস্তা, এই রাস্তা দিয়েই ফসলি জমির ফসল ঘরে নিতে হয়। এই রাস্তা বন্ধ করে গায়ের জোরে পানের বরজ করছে একই এলাকার সুবাষ দে। সরকারি রাস্তা বাদ দিয়ে পানের বরজ করার কথা বললে বিভিন্ন ভাবে আমাকে গালি-গালাজ করে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।
সুবাষ দে জানান, সরকারি রাস্তার উপর পানের বরজ করতেছি। পাশে যাতায়াতের জন্য অল্প রাস্তা রাখছি।