জি,এম শফিউর রহমান, তালা প্রতিনিধি :: তালা থানার আয়োজনে বুধবার (১২ জুলাই) বিকালে তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন সরকারী প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গণে “বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান।
তালা থানার এসআই মো: ইমন হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন,তালা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুনায়ের আকবর,বীর মুুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ,তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মিজানুর রহমান, জাতপুর বাজার বণিক সমিতির সভাপতি এমএম আমজাদ হোসেন টিক্কা প্রমুখ।
বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি সদস্য ডা: দেলোয়ার হোসেন সোনা, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী।
এসময় তালা থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান মনি,এসআই আব্দুর রহিম, এসআই রাজিব মন্ডল সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তালা থানা এলাকায় গুজব,জঙ্গিবাদ,সাইবার অপরাধ,ইভটিজিং,বাল্য বিবাহ,যৌতুক বিরোধ, সড়ক নিরাপত্তা,মাদক,আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিং ফোরামের সাথে সহযোগিতা’সহ সন্ত্রাস ও জুয়া কঠোয় হস্তে নির্মুল করার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার জন্য আহব্বান জানানো হয়।