আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় “প্রত্যেক শিশুর জন্য, প্রতিটি অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু অধিকার দিবস উদযাপন হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় দেবহাটা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একযোগে বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।তারই ধারাবাহিকতায় উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া জেলিয়া পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ, উক্ত বিদ্যালয় এবং সুশীল সমাজ সংগঠনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় উপজেলা সুশীল সমাজ সংগঠনের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি মেম্বার অসিম কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পারুলিয়া জেলিয়া পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ। সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, ইউপি মেম্বার নবাব আলী, নজরুল ইসলাম, ইসমাইল গাজী, ফারহানা পারভীন মুক্তি, হাসিনা খাতুন সন্ধ্যা মনি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী, ইউনিয়ন ফ্যাসিটেটর রাজেশ ঘোষ সহ উদ্যোক্তা, প্রেস মিডিয়া, সুশীল সমাজ সংগঠনের (সিএসও) নেতৃবৃন্দরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু শিশু পুষ্টি, সুরক্ষা এবং পূর্ণ সম্ভাবনার সাথে প্রতিটি শিশুর বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন এবং উপজেলার প্রত্যেকটি গ্রাম ও ইউনিয়নে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার এবং সচেতন থাকার আহ্বান জানান।