শাহরিয়ার কবির, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।উৎসব মুখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে সমিতির ৬৫ ভোটারের মধ্যে ৬১ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে ১১ পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এ্যাড. পঙ্কজ কুমার ধর সভাপতি ও এ্যাড. শেখ তৈয়ব হোসেন সাধারণ সম্পাদক সহ ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে এ্যাড. পঙ্কজ কুমার ধর সর্বোচ্চ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের এ্যাড. আব্দুর রাজ্জাক ২০ ভোট ও বাম ঐক্যজোটের প্রশান্ত কুমার মন্ডল প্রার্থী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল ১ ভোট পেয়েছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক পদে এ্যাড. শেখ তৈয়ব হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম মুজিবর রহমান ১৮ ও সম্মিলিত ঐক্য পরিষদের জিএম আক্কাছ আলি পেয়েছেন ১৫ ভোট। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে অন্য ৬ জয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে এ্যাড. সমীর কুমার বিশ্বাস ৩৭ ভোট , সদস্য পদে প্রথম বিজয় কৃষ্ণ মন্ডল ৩৭ ও দ্বিতীয় ভবরঞ্জন বৈদ্য পেয়েছেন ৩৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বি না থাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান মিঠু, ক্রীড়া ও সমাজ-কল্যাণ সম্পাদক পদে অরুন কুমার এবং মন্ডল লাইব্রেরী পদে সঞ্জয় কুমার মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হোন।
প্রতিদ্বন্দ্বি না থাকায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মোঃ সাইদুর রহমান মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক, অরুন কুমার মন্ডল ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক ও সঞ্জয় কুমার মন্ডল লাইব্রেরী পদে নির্বাচিত।
অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে ৩ জয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে এড. মোঃ আব্দুল মজিদ গাজী (৩০), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ বেলাল উদ্দীন (৪১) এবং সদস্য পদে তৃতীয় রেহেনা পারভীন (৩১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. মোজাফ্ফর হাসান, সহকারী নির্বাচন কমিশনার এড. অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম দ্বায়িত্ব পালন করেছেন।