শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ পাইকগাছায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন উপজেলার ১৪ নং বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাজিরা আক্তার। গত মঙ্গলবার উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে স্বীকৃতি দিয়েছে। মোছাঃ নাজিরা আক্তার এ নিয়ে দ্বিতীয়বার পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। পূর্বেও তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে নাজিরা আক্তার কে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত করা হয়েছে। তিনি ১৯৯৯ সালে প্রধান শিক্ষক হিসেবে ১৪ নং বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদানের পর থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন। এদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় মোছাঃ নাজিরা আক্তার কে কপিলমুনি ক্লাস্টার থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ১২টায় উপজেলা সদরস্থ শহীদ গফুর সপ্রবি মিলনায়তনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুখ হোসেনের উপস্থিতিতে এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, সেলিনা আক্তার, অজয় রায়, লক্ষণ চন্দ্র মন্ডল, প্রসেনজিৎ কুমার, খুরশিদা আক্তার, ছন্দা ঘোষ, গোপাল চন্দ্র মন্ডল, জিএম মিজানুর রহমান, পিনাকী সাধু, সুজিত মন্ডল সহ কপিলমুনি ও লতা ইউনিয়নের প্রধান শিক্ষক বৃন্দ।