শাহরিয়ার কবির,পাইকগাছাঃ খুলনার পাইকগাছায় একটি আপত্তিকার পোস্ট সোশ্যাল মিডিয়া ফেসবুকে ঘুরপাক খাচ্ছে, এতে দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।গতকাল শনিবার আমাদের পাইকগাছা।।Amader Paikgacha একটি ফেসবুক পেজ (গ্রুপ) Abdullah Shahon নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়েছে হুবুহু তুলে ধরা হলো।
পাইকগাছার কমন চোর, এর থেকে সবাই সাবধান। চিনে রাখুন।এই ভিখারি মহিলা গত সপ্তায় চুরি করেছে এবং এই সপ্তাই আবার ভিক্ষা চাইতে আসছে। আমাদের সিসি ক্যামেরার ফোটেজ দেখানোর পর এই মহিলা শিকার করল যে সে চুরি করেছে। আমরা গরিব মানুষ দেখে জিনিস ফেরত নেইনি এবং পুলিশ ও ডাকিনী। এই কাজটি সে পূণরায় আবার না করে তাই সবার সামনে তাঁকে লজ্জিত করা হয়েছে।
এমন একটি মানবতা বিরোধী, মানবাধিকার লঙ্ঘন ও নারী সমাজের অপমান পোস্ট(যা একজন নারীকে খর্ব করা হয়)যা মানবতা বিরোধী পোস্ট করায় সেখানে ঐ নারীর সম্মানার্থে অনেক কমেন্টে পোস্ট ডিলিট করতে পরামর্শ দিলে ঐ ফেসবুক প্রোফাইল থেকে অনেকর সাথে বাজে মন্তব্য করছেন। আবার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে দেখে অনেকেই বলছেন একজন মানুষ চুরি করলে তাকে আইনের সোপর্দ করা উচিত কিন্তু তিনি তা না করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ঠিক হয়নি বলে ও অনেকেই মন্তব্য করছেন।
ঐ নারীর হাতে একটি সাদা কাগজে বড় করে লেখা “আমি চোর সবাই সাবধান নাম সুফিয়া পাইকগাছা খুলনা। ঐ নারীর হাতে এমন একটি লেখা দিয়ে জনসম্মুখে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে দুইদিন ধরে। এই ছবিটি জানান দিচ্ছে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান এর বাড়ির সামনে।
ফেসবুক পেজ অনেক কমেন্টে করে ঐ নারী কারোর মা, কারোর বোন,কারোর সন্তান সুতরাং এইটা আপনাকে ফেসবুকে দেওয়া উচিত হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এটা আপনার কাছে জানতে পারলাম তবে এমন একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ঠিক হয়নি তিনি প্রশাসনের সহায়তা নিতে পারতো। এমন পোষ্ট করে তিনি অপরাধ করেছে।
এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।