ঢাকাশুক্রবার , ২৩ আগস্ট ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় পানিতে ১৩ গ্রাম প্লাবিত; ১৫ হাজার মানুষ পানি বন্দি

Sk Rayhan
আগস্ট ২৩, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির,পাইকগাছা।।পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ গত দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি। দু দফায় মেরামত করা বাঁধ জোয়ারের পানিতে ভেসে গিয়ে ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ধ্বসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্য সম্পদ। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।

গত বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভে্ঙ্গে ৫ টি গ্রাম প্লাবিত হয়। পরে সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রাথমিক মেরামত করেন। এরপর রাতের জোয়ারে মেরামতকৃত বাঁধ ভেসে গেলে সকালে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের  তত্ত্বাবধানে এলাকার দেড় হাজার মানুষ শুক্রবার সকালে পুনরায় মেরামত করলে মেরামত কৃত বাঁধ আবারো দুপুরের জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাঁধ মেরামত চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

মেরামতের সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সোলদানার সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে দ্বিতীয় দিনে ও বাঁধ মেরামত করা সম্ভব না হওয়ায় আরো ৮ টি গ্রাম সহ ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়ে ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে বলে জানান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। এছাড়া প্লাবিত এলাকার শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়া সহ সমস্ত বীজতলা, আমন ও তরমুজ ও অন্যান্য সবজি ফসল এবং মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।