শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ”কৃষিই সমৃদ্ধি” ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বিভিন্ন ফসলের উন্নত জাত, প্রযুক্তি প্রদর্শনী স্থাপন ও গ্রহণ করণ কার্যক্রমের কৃষক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এটি বাস্তবায়ন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক ব্রিফিং ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। এসময়ে উপস্থিত ছিলেন,আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান, ডল্টন রায়, অফিস সহকারী আলফাত হোসেন সহ রাজস্ব খাতের প্রদর্শনী ভূক্ত কৃষকবৃন্দ। এসময়ে রাজস্ব খাতের প্রদর্শনী ভূক্ত গম, পেঁয়াজ, ভুট্টার প্রত্যেককে ১০ জন ও সরিষার ৩০ জন মোট ৬০ জন কৃষকদের ১৫শ টাকার করে নগদ চেক প্রদান করা হয়।