ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় সচ্ছতার ভিত্তিতে ডিলার নিয়োগ সম্পন্ন

Sk Rayhan
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় বাংলাদেশ সরকার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে চাউল বিক্রয়ের ডিলার নিয়োগ উন্মুক্ত লটারির মধ্যে দিয়ে সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।উপজেলা ফুড অফিসার মোঃহাসিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সমাজসেবা অফিসার অনাথ কুমার দাশ,খাদ্য পরিদর্শক শেখ হাবিবুর রহমান,দেবপ্রসাদ দাশ,জিএম শাহাদুজ্জামান (বাবু),প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান,সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ডিলার নিয়োগ প্রাপ্তির জন সাধারণ সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।উল্লেখ্য,গত ইং- ০৪/০৯/২০২৪ তারিখ উপজেলা ফুড অফিস কর্তৃক উপজেলার ১০ টি ইউনিয়নে ১৫ টাকা কেজি মূল্যে চাউল বিক্রয়ের জন্য ডিলার নিয়োগের আহবান জানানো হয়।এরই প্রেক্ষিতে ১০ ইউনিয়ন থেকে মোট ১৩৯জন ডিলার নিয়োগ পাইবার নিমিত্তে আবেদন করেন। তারই ধারাবাহিকতায় রবিবার সকল আবেদনকারীর উপস্থিতিতে যাচাই-বাছাই ও উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২৫জন ডিলারকে চুড়ান্ত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৩হাজার একশত ২৩ জন উপকারভোগী ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাউল উত্তোলন করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।