শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।।পাইকগাছায় প্রতিবছরের ন্যায় এ বছরেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ম স্টুডেন্টস চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভার প্রাক্তন ও বর্তমান ছাত্ররা এ টুর্নামেন্টের আয়োজন করে। এসএসসি ২০০১ ব্যাচ থেকে এসএসসি ২০১৮ ব্যাচ এর ১৭টি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বুধবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে এসএসসি ২০১২ ব্যাচকে পরাজিত করে এসএসসি ২০০৮ ব্যাচ চ্যাম্পিয়ন হয়। টসে জিতে প্রথমে এসএসসি ২০১২ ব্যাচ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ১২৩ রান সংগ্রহ করে। ২০১২ ব্যাচ এর পক্ষে রাজু সর্বোচ্চ ২০ রান করে। ২০০৮ ব্যাচ এর পক্ষে দ্বীপ ২৯ রান দিয়ে ৩ উইকেট নেয়। জবাবে ২০০৮ ব্যাচ ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে জয়ের লক্ষে পৌছে যায়। ২০০৮ এর পক্ষে দ্বীপ ২২ বলে সর্বোচ্চ ৩৩ রান করে। ৩৩ রান ও ৩ উইকেটের বিনিময়ে ২০০৮ এর দ্বীপ ম্যান অফ দ্যা ম্যাচ এবং মোট ১৫৯ রান এবং ৯ উইকেটের বিনিময়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, কাউন্সিলর রবি শংকর মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ ফয়সাল মাহমুদ অপু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, আয়োজক কমিটির আসিফ ইকরাম সজিব। বক্তব্য রাখেন, যুবলীগনেতা দীপংকর মন্ডল, তন্ময়, ফয়সাল রাশেদ সনি, মারুফ, নাদিম ও উত্তীয় দেবনাথ।