ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

“প্রবাসীর আত্মকথন ” – সুশান্ত সরকার

Sk Rayhan
অক্টোবর ১২, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

আমি প্রবাসী বলছি ,
এক মুঠো ভাতের জন্য নয়,
প্রবাসে আসি প্রিয়জনদের মুখে একচিলতে
হাসি ফোটাবার জন্য ।

গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা,
প্রিয়তমা স্ত্রী ,আদরের সন্তান,
এমনকি শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত প্রিয় জন্মভিটা
এ সব কিছু ছেড়ে অজানার উদ্দেশ্যে
পাড়ি দেয়া এই পরবাসীর কথা ক’জনেরই মনে থাকে বলো?

অথচ বিদেশ বিভূঁইয়ে
শত বেদনাকে আড়াল করে,
নির্মাণ করে চলেছি সত্য ও সুপথের ভিত্তি।

শত সংগ্রামকে আলিঙ্গন করে
দূর প্রবাসে স্থির করেছি নিজেকে।

কখনোও কি অনুভব করেছো ?
আমার হৃদয় গহীনে কতটা প্রতিধ্বনিত হয়
দেশের মাটি ও মানুষের কথা।
বাবা, মা ও প্রিয়তমা স্ত্রীর কথা।
শৈশবের স্মৃতিকাতর এলোমেলো আলপথ,
বাড়ির উঠোন এমনকি
সেই সব প্রিয় বন্ধুদের কথা।

স্বজনদের জন্য
ভেতরে ভেতরে জমে থাকা কষ্ট
সময়ের আবর্তে পাথর হয়ে যায়!

তবুও আমাদের আত্মচিৎকার
কেউ শুনতে পায় না
কেউ বুঝতে পারে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।