ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বরুড়ার মুকুন্দোপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বৃত্তি প্রদান ও মিলনমেলা

Sk Rayhan
ডিসেম্বর ১, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ার মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বৃত্তি প্রদান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ ডিসেম্বর সকাল দশটায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শত শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিকাল তিনটায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি এডভোকেট মেহেদী হাসান সবুজের সভাপতিত্বে বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ মোখলেছুর রহমান।

এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নাল হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাবেক সভাপতি মোঃ মাসুদ আলম ও মোঃ রুহুল আমিন রুবেল,সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসাইন, প্রাক্তন ছাত্র- বাংলাদেশ পাবলিক টিভি ও মাসাস ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংগঠনের চেয়ারম্যান মোঃ মুহিবুল্লাহ ভূঁইয়া (বাবু)।

এছাড়াও মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীমউদ্দীন, ওড্ডা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কামরুন নাহার ঝলোম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ নুরুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কোষাধ্যক্ষ মোঃ তাজিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে ট্যালেন্ট-পুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।