ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার কে তদন্তের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

Sk Rayhan
মে ১৫, ২০২৩ ৪:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর প্রতিনিধিঃ আবুল হোসেন মোড়ল এর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল । এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ফ ম মোজাম্মেল হক তদন্তের জন্য সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ দিয়েছেন। অভিযোগে জানা যায়, গত ৩ মে সাতক্ষীরার কালিগঞ্জ পশ্চিম নারায়নপুরের বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল একই এলাকার আবুল হোসেন মোড়লের বিরুদ্ধে মন্ত্রীর দপ্তরে এসে সরাসরি মন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আবুল হোসেনসহ তার সহযোগীরা সন্ত্রাসী ভূমিদস্যু প্রকৃতির। আবুল হোসেন মোড়লের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাঙচুর ও পদদলিত করা, জাতীয় পতাকা পোড়ানো, কালিগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর, জবরদখল করা সহ একাধিক মামলা রয়েছে। আবুল হোসেন আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে এবং সন্ত্রাস বাহিনী গঠন করে ক্ষমতার অপব্যবহার করে এলাকার নিরীহ মানুষের উপর জুলুম জমি দখল মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করে। অভিযোগে আরো বলা হয়, আবুল হোসেন মুক্তিযোদ্ধার ছেলে রবিউল ইসলাম এর সম্পত্তি ভোগ দখল করছে। এমনকি তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আবুল হোসেন মোড়লের কাছে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি তার সাথে এমন কোন কিছু কখনো করেননি, আর করার ইচ্ছাও নেই বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।