মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে প্রথমে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ, ব্রেভ প্রকল্প দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান, ক্রেইন প্রকল্পের, জেজেএস’র মোঃ মনিরুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, রায়হান উদ্দীন, নীড় সেবার ছবি রানী রায়সহ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা এখানো ঘরেই নির্যাতনের শিকার হচ্ছে। মজুরির ক্ষেত্রেও নারীরা বৈষম্যের শিকার হয়।
আলোচনা সভা শেষে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাফল্য লিপিকা রায়, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সুমা মন্ডল , নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা নারী মোসাম্মৎ পারভীন বেগম, সমাজ উন্নয়নে অবদান রাখায় নারী মালিকা মন্ডল স্থুতি কে জয়িতা হিসেবে সম্মাননা দিয়ে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।