ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় শেখ কামাল আন্তঃঅ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Sk Rayhan
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তবে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই যুব সমাজকে মাদকমুক্ত এবং স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭২ সালে অ্যাথলেটিকস ফেডারেশনের যাত্রা শুরু হয়। অ্যাথলেটিকেসর মাধ্যমে মানুষের শরীর ও মন গঠিত হয়। যুব সমাজকে সঠিক পথে চালনার জন্য অ্যাথলেটিকসের বিকল্প নেই।

উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিরা অংশ গ্রহণ করেন। শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী তিনজন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ হাবিবুর রহমান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এ. আনোয়ার-উল কুদ্দুস, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, দেশে আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামে আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।