মহিউদ্দীন বাপ্পী: যশোরের শার্শায় আওয়ামীলীগের মদদপুষ্ট দূর্বৃত্তরা বিএনপির ৫ কর্মিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে শার্শার চটকাপোতা গ্রামে।
আহতরা হলেন চটকাপোতা গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে ও শার্শা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইদুজ্জামান(৪০) তার ভাই হাসানুজ্জামান(৪৫), মৃত খোরশেদ আলমের ছেলে রেজাউল ইসলাম (৪৮), শার্শা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম হায়দার আলীর ছেলে রিপন হোসেন(৩৫) ও আব্দুল ওহাবের ছেলে মোঃ জাফর আলী (৪০)। আহতরা শার্শা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাইদুজ্জামান জানান, শার্শার চটকাপোতা গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে আওয়ামীলীগের ক্যাডার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৬০) এর নেতৃত্বে গত রোজার মাসের ৮ এপ্রিল শার্শার কামারবাড়ী মোড়ে বিএনপি’র ইফতার মাহফিলে হামলা হয় । এ সময় ক্যাডার রফিকুরের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা যশোর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড সাবেরুল হক সাবু, বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরকে বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এখন পট পরিবর্তন হওয়ায এ ঘটনার প্রতিবাদ করায় ৩১ আগষ্ট শনিবার রাত সাড়ে ১০ টার দিকে আওয়ামীলীগের ক্যাডার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম এর নির্দেশ ও মদদে তার আপন ভাইপো চটকাপোতা গ্রামের সিরাজুল সরদারের ছেলে কাইয়ুম (৩৫) তার ছোট ভাই জিল্লুর রহমান (৩০), আব্দুর রহিমের ছেলে ইসতিয়াক (২৫), সিরাজুল ইসলামের ছেলে শান্ত (২২), মাহবুব ঢালীর ছেলে স্বাধীন (২২) ও আমড়াখালী গ্রামের ইমান আলীর ছেলে ইমরান (২৫)সহ ১৫/২০ জন দূর্বৃত্তরা ধারালো অস্ত্র রাম দা, চাইনিজ কুড়াল,হকস্ট্রিক,লোহার রড ও লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ৩১ আগষ্ট শনিবার রাত সাড়ে ১০টার সময় চটকাপোতা মোড়ে বিএনপি কর্মি সাইদুজ্জামান তার ভাই হাসানুজ্জামান, রেজাউল ইসলাম, রিপন হোসেন ও জাফর আলী উপর হামলা করে। এ সময় দূর্বৃত্তদের হামলায় তারা মারাত্বক ভাবে জখম হয়।
আহত সাইদুজ্জামান জানান তাদের চিৎকারে গ্রামের সাধারন লোকজন বেরিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সাধারন জনগন হাতে নাতে ধরে দূর্বৃত্ত কাউয়ুম ও জিল্লুকে গন ধোলাই দেয়। সাইদুজ্জামান বলেন এখন সন্ত্রাসী রফিকুল ও তার ভাইপোরা সাইদুজ্জামান ও তার পরিবারকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছে।
আহত সাইদুজ্জামান জানান, অভিুক্ত রফিকুল আওয়ামীলীগের ক্ষমতার জোরে দীর্ঘদিন ধরে অস্ত্র , মাদক ব্যবসার সাথে জড়িত। সে শার্শা থানায় দালালী করে। অভিযুক্ত কাউয়ুম ও জিল্লুর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। অভিযুক্ত আমড়াখালী গ্রামের ইমরান শ্রমিক নেতা বাবু হত্যা মামলার আসামী ।
এ ঘটনার পর থেকে চটকাপোতা গ্রামে উত্তেজনা বিরাজ করছে । যে কোন মুহুর্তে সংঘর্ষ বাধতে পারে বলে আশংকা করছে সাধারন মানুষ।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মনিরুজ্জামান বলেন এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তা তদস্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।