নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় মুক্তিযুদ্ধের চেতনায়, প্রগতির ধারায়, নতুন প্রজন্ম গড়ি স্লোগানে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় শহীদ বীরমুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদ। সংসদের চলমান কার্য-নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সানজিদুল হাসান৷ আজ তার ৪৪ তম জন্মবার্ষিকী। সে উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে আলিম সাহিত্য সংসদের কার্যালয়ে তার জন্মবার্ষিকী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শহীদ বীমুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মনতোষ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক নরোত্তম দাশ, সহ-ক্রীয়া সম্পাদক এখলাসুর রহমান, সদস্য সুদেব দাশ, দিপু দাশ, বিশিষ্ট সমাজসেবক মো. রেজাউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, শিক্ষার্থী এল.ডি জয়, শাহারিয়ার আসিফ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।