ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক’সহ চারজন নিহত

Sk Rayhan
মে ১০, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির ও গৌতম কর্মকারঃ সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক’সহ চারজন নিহত হয়েছে।
বুধবার (১০ মে) বেলা সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আতাউল ইসলাম এর স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার একদিন বয়সী নবজাতক শিশু কন্যা। ওনার জামাই সাতক্ষীরা সদরের নারানপুর গ্রামের ডালিম হোসেন, অপর নিহত ব্যক্তি তাজিজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে মির্জাপুর শ্মশান এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা নবজাতক ও তার মা, জামাই সহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চার জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি তদন্ত বিশ্বজিত কুমার বলেন, দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্র্যাকটি থানাতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।