ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ঝড়ে উড়ে গেছে মুজিব বর্ষের ঘরের চাল

Sk Rayhan
এপ্রিল ২৮, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রায়ন প্রকল্পের ঘর, যেখানে ভ‚মিহীন অসহায় মানুষ পরিবার নিয়ে বসাবস করতেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে কালবৈশাখী ঝড়ের তান্ডবে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুধলী চর গ্রামে ৪৬টি ঘরের মধ্যে প্রায় ৮/১০টি ঘরের চাল উড়ে গেছে। এছাড়া ঝড়ে ঘরের পিলারও ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘর। ফলে ঐ এলাকার মানুষগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত সংষ্কারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সেখানে বসাবসকারী সাজু নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার বিকালে হঠাৎ কালবৈশাখীর ঝড়
এসে পায় ১০টি ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, কিছু ঘর দুমড়ে মুচড়ে গেছে। এখন এ
ঘরগুলো জরুরী সংষ্কার করার প্রয়েজন। কিন্তু এ অসহায় মানুষগুলো কিভাবে সংষ্কার করবে। ঘরগুলো মেরামত করতে অনেক টাকা লাগবে। যা আমাদের নেই। এলাকার ওয়ার্কাস পাটির কর্মী আতিয়ার রহমান জানান, এ সব অসহায় মানুষগুলো এখন যাবে কোথায়। তারা খুব অসহায়। তারা দিন আনে দিন খায়। এই ঘরগুলো সংষ্কার করতে অনেক টাকার প্রয়োজন, যা তাদের নেই।
স্থানীয় খলিষখালি ইউপি চেয়ারম্যান সাবির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুধলী চর গ্রামে ৪৬টি ঘরের মধ্যে প্রায় ৮/১০টি ঘরের চাল উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো যাতে দ্রæত সংস্কার হয় সেজন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাবো। বর্তমানে তালা উপজেলা নির্বাহী অফিসারের পদে কেউ যোগদান করেননি। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, আমি বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থান করছি। এলাকায় ফিরেই ক্ষতিগ্রস্ত ঘরগুলো সংস্কারে পদক্ষেপ নেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।