ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে পৃথক অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

Sk Rayhan
মে ৩, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের মনজিতপুরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে হাসান আলী ও জাকির হোসেন নামের ২ ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য সংরক্ষণ বিভাগ যৌথভাবে পৃথক এ অভিযান দুটি পরিচালনা করে। এ সময় জব্দকৃত বিপুল পরিমাণ রোবো আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, মানবদেহের জন্য ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে নিজ বাড়িতে রোবো আইসক্রিম তৈরি করে নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তা বাজারজাত করে আসছিলেন মনজিতপুরের হাসান আলী। দুপুরে অভিযান পরিচালনা করে হাতেনাতে সত্যতা পেয়ে হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অ‌ভিযা‌নে জব্দকৃত ১০ বস্তা রোবো আইসক্রীম ও আইসক্রীম তৈরি করার ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।

এছাড়া মুনজিতপুরে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে জাকির হোসেন নামের অপর এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।