ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার চারটি আসনে যারা নির্বাচিত হলেন

Sk Rayhan
জানুয়ারি ৮, ২০২৪ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটি আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আরেকটিতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।সাতক্ষীরা ১ আসনের ১৬৮টি কেন্দ্র থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন নৌকা প্রতীকে ১ লক্ষ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বাংলাদেশ লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ২৬ হাজার ৮শ ২১ ভোট। এই আসনে তালা উপজেলার মোট ভোটার ছিল ২ লক্ষ ৬২ হাজার ৭শ ৩৭ জন এবং কলারোয়া উপজেলার মোট ভোটার ছিল ২ লক্ষ ৯৩ হাজার ৬ জন। এই আসনের মোট ভোটার ৪ লক্ষ ৭২ হাজার ৪৩ জন। প্রাপ্ত ভোট ২ লক্ষ ২১ হাজার ২৫ জন।এছড়া সাতক্ষীরা-২ আসনের ১৩৮টি কেন্দ্র থেকে মহাজোট মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতীকে ৮৮ হাজার ৩’শ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪শ ৪৭ ভোট। এই আসনে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৬শ ৮জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১ লক্ষ ৩০ হাজার ৬শ ৪৬ জন।
এদিকে, সাতক্ষীরা-৩ আসনের ১৫৪ টি কেন্দ্র থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক নৌকা প্রতীকে ১ লক্ষ ৭৩ হাজর ৮শ ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আলিফ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪’শ ৭৩ ভোট। এই আসনে দেবহাটা উপজেলার মোট ভোটার ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৯১জন, আশাশুনি উপজেলার মোট ভোটার ছিল ২ লক্ষ ৩৫ হাজার ৫শ ৫৫জন এবং কালিগঞ্জ উপজেলার আংশিক মোট ভোটার ছিল ৮৬ হাজার ১শ ৩৪জন। সাতক্ষীরা ৩ আসনের মোট ভোটার ছিল ৪ লক্ষ ৩১ হাজার ৩’শ ৮০ জন। প্রাপ্ত ভোট ২ লক্ষ ২২ হাজার ৮৪ জন।সাতক্ষীরা ৪ আসনের ১৪৩ টি কেন্দ্র থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীকে ১ লক্ষ ৩৬ হাজার ৩’শ ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নোঙর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম পেয়েছেন ৩৮ হাজার ৮৮ ভোট। এই আসনে শ্যামনগর উপজেলার মোট ভোটার ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৩’শ ৫৮জন, কালিগঞ্জ উপজেলার শ্যামনগর আংশিক মোট ভোটার ছিল ১ লক্ষ ৫৭ হাজার ৮’শ ৩৫জন। সাতক্ষীরায় ৪ আসনের মোট ভোটার ছিল ৪ লক্ষ ৪২ হজার ১’শ ৯৩ জন। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৭ হাজার ২’শ ৩৫ জন।সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির ভোট গণনা শেষ এই ফলাফল ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।