ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে গণহত্যা দিবস পালন

Sk Rayhan
মার্চ ২৫, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ, শনিবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় তিনি একাত্তরের ২৫ মার্চ সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করেন। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম, শামীমা আক্তার, ভানুবতী সরকার, খালেদা খাতুন, গীতা রাণী সাহা, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী কমলিকা ঘোষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।