ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন রক্ষায় কাজ করবে সবুজ আন্দোলন কয়রা উপজেলা কমিটি

Sk Rayhan
মে ২, ২০২৩ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা চারিদিকে সুন্দরবন ও নদী দ্বারা বেষ্টিত। দুই লক্ষাধিক জনঅধ্যুষিত উপকূলীয় এ অঞ্চলের অধিকাংশ মানুষ সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে। এছাড়া অনেক শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন থেকে আহরিত কাঁচামালের উপর নির্ভরশীল। পাশাপাশি উপকূলীয় এ অঞ্চলে ঝূর্ণিঝড়,জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে মায়ের মতো লাগলে রাখে সুন্দরবন। এই বনে ব্যাপক বনজ সম্পদ ও প্রাণবৈচিত্র্য বিদ্যমান রয়েছে। তবে সুন্দরবনে মানুষের অবাধ বিচরণ,কিছু অসাধু বন কর্মকর্তা ও রাজনৈতিক ছত্রছায়ায় স্বার্থানেশী একটি মহলের কারণে প্রাণী ও বনজ সম্পদের ক্রমান্বয়ে বিলপ্তি ও ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এতে দেশের রাষ্টীয় সম্পদ আজ বিপন্ন। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার স্বার্থে সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে পরিবেশবাদী সংগঠন সুবজ আন্দোলন সদ্য ঘোষিত কয়রা উপজেলা কমিটি। গতকাল ৩০ এপ্রিল রবিবার সন্ধায় সুবজ আন্দোলনের কয়রা উপজেলায় ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। কমিটিতে কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাটকে সভাপতি ও এ্যাড. আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নাছিমা আলম, সহ-সভাপতি হুমায়ুন কবির, আলামিন ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক হাসান আল মামুন, আতাউর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক নাঈমুল হুদা রনি। সহ-সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন, দপ্তর সম্পাদক রকিব হাসান, সহ-দপ্তর সম্পাদক শুভ দীপ মন্ডল, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান, সহ-ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক রিপন সরদার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মিদকাত হোসেন, নির্বাহী সদস্য,রিয়াজ হোসেন নিরব, তৌহিদুজ্জামান শিমুল, মনজুরুল ইসলাম সাকিব, মোঃ সজিব, মোস্তাফিজুর রহামন।

নব গঠিত কমিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাট বলেন, বনাঞ্চল ও জীববৈচিত্র্য বাঁচলে পৃথিবীতে মানুষ বাঁচবে। বনাঞ্চল এবং জীববৈচিত্র্য মানুষের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং এটি একটি অবিচ্ছিদ্য অংশ। তাই সুন্দর প্রথিবী ও সুষ্ঠ জীবনের স্বার্থে অবশ্যই সকলকে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনকে বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য বির্নিমানের অন্যতম রক্ষাকবজ দেশের সুন্দরবন ও জীববৈচিত্র্য রক্ষায় আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সুবজ আন্দোলন।সাধারন সম্পাদক এ্যাড. আবু বক্কর সিদ্দিক বলেন,আমাদের প্রথম কাজ হবে সুন্দরবনে জীব বৈচিত্র্য রক্ষায় কাজ করা। নদী দূষণ বন্ধ ও সুবজায়ন বৃদ্ধিতে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাওয়া।

উপজেলা কমিটি অনুমোদন দেওয়ায় সংগঠনের পরিচালনা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।