ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‘অভিধান’ -সাংবাদিক লুৎফুর রহমান রাকিব

Sk Rayhan
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কারও জীবন পরিপূর্ণ
শুধু ভালবেসে ,
কেউ কেউ সব হারা
ভালবাসায় ফেসে!
তুবুও ফাগুন আসে
তবু মানুষ ভালবাসে,
ভালবাসা ছাড়া বাঁচা যায়না!
কুঁড়েঘর অথবা প্রাসাদের সুখ
ভালবাসা ছাড়া হয়না,
মনের টানেই কেবল বাঁধা পরে মন।
ভালবাসায় কেটে যায় ছোট জীবন।

মায়ার বাঁধনে বেধে
জনম কাটে কেঁদে কেঁদে
কত বসন্ত আসে আর যায়!
বিরহে যে জন কাঁদে
দীর্ঘশ্বাস আর্তনাদে জীবনের
দু কূল ই হারায়।
মন যখন ভেঙে যায় নদীর মতন
দু চোখে বরষা আসে
আসে শ্রাবন।
কি হারায় কিবা পায়
বোঝেনা অবুঝ মন।

সব প্রেম, প্রেম নয়
কিছু প্রেমে ধোকা।
জনম জনম সঙগী পাশে
তবুও কেউ একা।
কাছে না থেকেও কেউ
সারা জীবন কাছে রয়।
মনের ভাষা যায়না বোঝা
মন বড় রহস্য ময়।
কেউ পায়, কেউ হারায়
কেউ পোষে অভিমান।
ভালবাসা একটি শব্দ
কিন্তুু বিরাট অভিধান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।